শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক মাদকদ্রব্যসহ ভারতীয় পণ্য আটক

দিনাজপুর প্রতিনিধি : ৩০ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন বিরামপুর থানাস্থ রামচন্দ্রপুর, খেয়ার মাহমুদপুর, বগরা, রণগাও, চৌঘরিয়া ও বেগমপুর মোড় এবং দিনাজপুর সদর থানাস্থ খামারকৃষ্ণপুর, মুসরাপাড়া ও মহেষপুর নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিল, ০২ বোতল বিদেশী মদ, ৪৬৫০ পাতা সুখী বড়ি, ১০০ কেজি ইউরিয়া সার এবং ২৯০ টি বিউপ্রিনরফিন ইনজেকশন আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য-৩,৫৩,০০০/- টাকা