মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য এবং ফলসহ মিনি পিকআপ আটক

দিনাজপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহলদল  হাবিলদার মোঃ আবু বকর খান এর নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকার সময় দিনাজপুর জেলাস্থ পার্বতীপুর হাবড়া নামক স্থান হতে ভারতীয় ফল ভর্তি ০১ টি মিনি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৬-৭৯১৩) আটক করে। আটককৃত মিনি পিকআপে ভারতীয় ফলসমূহ বৈধভাবে আমদানীর স্বপক্ষে যথোপযুক্ত কাগজপত্রাদি না থাকায় পরবর্তী কার্যক্রমের জন্য ফলসহ মিনি পিকআপ দিনাজপুর শুল্ক গুদামে জমা করা হয়েছে। যার মোট সিজার মূল ৪৫,২৮,০০০/-। আটককৃত মালামালসমূহ হচ্ছে ১৪০ কেজি চেরী ফল ও ০১ মিনি পিকআপ। এছাড়াও ১১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখ ০৬০০ ঘটিকা হতে ১২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখ ০৬০০ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ শহিদুল ইসলাম, হাবিলদার মোঃ সাইফুদ্দিন, হাবিলদার আব্দুল আজিজুল হকের নেতৃত্বে বিজিবি সদস্যগন বিরামপুর থানাস্থ হাড়িপাড়া, কুলুপাড়া, হামলা কুড়ি এবং ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ফেন্সিডিল, ১৪ বোতল বিদেশী মদ, ২৯ কেজি জিরা, ৬০০ টি সেনেগ্রা ট্যাবলেট, ১৩ টি শাড়ী, ০৮ টি শার্ট পিচ, ৬৮৪ জোড়া ইমিটেশন সামগ্রী, ০১ বেডসীট, ০১ টি ফ্লোরমেট ও ২৫০ গ্রাম এলাচ আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ২,৫২,০৬০/- টাকা।

Spread the love