দিনাজপুর প্রতিনিধি: গত ২০ ফেব্রুয়ারি হতে ২১ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আবু বকর খান, হাবিলদার শ্রী বুদ্ধ মন্ত মজুমদার এবং হাবিলদার মোঃ সাইফুদ্দিন এর নেতৃত্বে বিজিবি সদস্যগন বিরামপুর থানাস্থ হামলাকুড়ি এবং বিরামপুর রেলয়ে ষ্টেশনে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০০ প্যাকেট বাংলাদেশী কীটনাশক এবং ২,০০০ পিচ নেশাজাতীয় ইঞ্জেকশন আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য-৩,১৬,২৫০/- টাকা। এছাড়াও ২০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখ আনুমানিক ০৫০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের নং ৪৫৫৯৪ হাবিলদার মোঃ আবু বকর খান এর নেতৃত্বে বিরামপুর ব্রীজ এলাকা হতে মালিকসহ ০১ টি টেম্পু ও ২৫০ কেজি জিরা আটক আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য-৪,০০,০০০/-। আসামীর নাম ও ঠিকানাঃ নাম- মোঃ জাকির হোসেন (৩৫), পিতা- মৃত জালাল উদ্দিন, গ্রাম- আইড়ার মোড়, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর।গ্রেফতারকৃত আসামীকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।