বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক মালামালসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধিঃ  ৫ ফেব্রুয়ারি ভারত থেকে অবৈধপথে বিভিন্ন প্রকার মালামাল আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল ফুলবাড়ী থানাস্থ জয়নগর  নামক এলাকায় পূর্ব থেকেই ওৎ পেতে থাকে। পূর্বের তথ্যানুযায়ী ৬/৭ জন লোককে মাথায় বস্তা নিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে লোকগুলো টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে টহলদল মালিকবিহীন অবস্থায় ১৯০ কেজি গন্ধক (গান পাউডার) এবং ৪৯,০০০ টি বিভিন্ন প্রকার আমদানী নিষিদ্ধ ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। এছাড়াও একই তারিখে আনুমানিক ৩টায় হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল বিরামপুর থানাস্থ চন্ডিপুর নামক স্থানে পূর্ব থেকে ওৎ পেতে থাকে। অতঃপর টহলদল দেখতে পায় যে, ১ জন লোক সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসছে। পরবর্তীতে টহল দল তাকে তল্লাশি করে তার নিকট থেকে বডি ফিটিং অবস্থায় ৪৯ বোতল ফেন্সিডিল, ৬ বোতল বিদেশী মদ এবং ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আসামী হলো  মোঃ শাহিনুর রহমান (১৮), পিতা- মোঃ হাবিবুর রহমান, গ্রাম- দামোদরপুর (বাসুপাড়া), পোষ্ট- কাটলা বাজার, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর।

আটককৃত আসামীকে পরবর্তীতে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য এবং মালামালের নিস্পত্তিসহ ৬ মাসের কারাদন্ড প্রদান পূর্বক বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে এবং অন্যান্য মালামালসমূহ সিজারের মাধ্যমে দিনাজপুর কাষ্টম্স অফিসে জমা করা হয়েছে। টহলদল কর্তৃক আটককৃত গন্ধক, ট্যাবলেট, ফেন্সিডিল, বিদেশী মদ এবং গাঁজার আনুমানিক সিজার মূল্য ১১,৪৫,৩৫০/- (এগার লক্ষ পঁয়তালি­শ হাজার তিনশত পঞ্চাশ) টাকা।

Spread the love