
আব্দুর রাজ্জাকঃ দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন বলেছেন, ১৯৭২ সালের আজকের এই দিনে আওয়ামীলীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। তাই যুব সমাজকে আজকের এই দিনে শপথ গ্রহণ করে সতর্ক থাকতে হবে। বিএনপি-জামাত যেন আন্দোলনের নামে আর যেন মানুষ হত্যা করতে না পারে এবং দেশে কোন প্রকার ধ্বংসযোগ্য কর্মকান্ড চালাতে না পারে। বিগত দিনে এ দেশের মানুষ লক্ষ করেছে বিএনপি-জামাত আন্দোলনের নামে মানুষ হত্যাসহ দেশে ধ্বংসযোগ্য কর্মকান্ড চালিয়েছে। আন্দোলনের নামে তাদের মানুষ হত্যা ও ধ্বংসযোগ্য কর্মকান্ড মানুষ সমর্থন করেনি। তাই তারা জনসম্পৃক্ততা হারিয়ে এখন প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
১১ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর শহর যুবলীগ আয়োজিত ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এসব কথা বলেন।
দিনাজপুর শহর যুবলীগের আহবায়ক আশরাফুল এর সভাপতিত্বে র্যালী শেষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবলীগের সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জাকির হোসেন, যুগ্ম সাধানণ সম্পাদক জাকির হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক টুটুল, দিনাজপুর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী পলাশ, সিরাজুস সালেকিন রানা, ফিরোজ আখতার, মিজু সরকার, সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, শহরের ১২টি ওয়ার্ডের যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ শহর ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীবৃন্দ।
এর আগে বৈকাল ৪টায় দিনাজপুর শিল্প কলা একাডেমী প্রাঙ্গন থেকে দিনাজপুর শহর যুবলীগের উদ্যোগে প্রধান অতিথি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।