মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৪ দিনের সফরে হুইপ ইকবালুর রহিম দিনাজপুরে আসছেন

সাহেব, দিনাজপুর ॥ ৪ দিনের সরকারী সফরে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। তিনি ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দিনাজপুর সফর করবেন। আগামী ২২ জুন বুধবার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিকেল ৪ টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৫ টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে নিজ বাসভবন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন। ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় ১০ নং কমলপুর ইউনিয়নের ৩টি গ্রামে নতুন বিদ্যুত লাইন সংযোগ দিবেন। ও সন্ধা ৬টায় স্টেশনে ক্লাবে দিনাজপুর জেলা  আওয়ামীলীগের ইফতার মাহফিলে যোগদান করবেন। ২৪ জুন শুক্রবার সকাল ১০ টায় উথরাইল ইউনিয়নের ৫টি গ্রামে নতুন বিদ্যুত লাইন সংযোগ প্রদান করবেন হুইপ ইকবালুর রহিম। সন্ধা ৭.৩০ টায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের বাড়ীতে সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। ২৫ জুন শনিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকাস্থ সংসদ ভবনের উদ্দেশ্যে দিনাজপুরের নিজ বাসভবন নাজমা রহিম ফাউন্ডেশন ত্যাগ করবেন।