
এম এ কুদ্দস সরকার, বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বিরলে অব্যাহত বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলায় ২৪ ঘন্টায় ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। ভারী বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেকের বাড়ীঘরে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী পরিবার গুলোর খোঁজ খবর নিচ্ছেন উপজেলা প্রসাশন। অব্যাহত বর্ষন আর উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই করছে উপজেলার নদ-নদীর পানি।
বিরলে গত টানা তিনদিনের বৃষ্টি এবং গতকাল থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অব্যাহত বৃষ্টির জন্য কাজে বের হতে পারছে না মানুষ। সারাদিন উপজেলার কথাও সূর্যের দেখা মেলেনি। মেঘলা আকাশ কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো অঝরে ঝড়ছে বৃষ্টি। অনেকে বলছেন এমন বৃষ্টি শুধু এ বছর নয়, বিগত দিনেও দেখেননি। ভারী বর্ষনের কারনে বেশ কিছু এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কিছু যায়গায় রাস্তা ভেঙ্গে গিয়ে এবং পানির নীচে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাছ পালা ও কাঁচা ঘরবাড়ী ভেঙ্গে যাওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ভারী বর্ষন আর উজানের ঢলের কারনে বিরলে উপর দিয়ে বয়ে যাওয়া পূনর্ভবা, ঢেপা , তুলাইসহ সব নদ-নদীর পানি অস্বাভাবিক হরে বৃদ্ধি পেয়েছে। বিরল উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওসার জানান, আমি অনেক এলাকা পরিদর্শন করেছি। বন্যার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে ভারী বৃষ্টির কারণে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব এলাকায় সরকারি ভাবে শুকনা খাবার, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রতিটি ইউনিয়নের চেয়াম্যানগণকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে স্থানীয় সাংসদ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে খোঁজ খবর নিচ্ছেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রীর নির্দেশে রবিবার বিকালে বিরল উপজেলার বেশ কয়েকদিন নিম্নাঞ্চল ও গ্রাম পরিদর্শন করেন, বিরল উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়। এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.রবিউল ইসলাম রবি (পি.পি), পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল মালেক ও ফরক্কাবাদ ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।