বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হিলি সীমান্তে সাড়ে ১২ লক্ষ টাকার ঔষধ জব্দ

রমেন বসাক, ষ্টাফ রিপোর্টার, হাকিমপুর (দিনাজপুর) : বিজিবি জয়পুরহাট -৩ ব্যাটালিয়ন আওতাধীন হিলি আইসিপি বিওপির সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে এক অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় সাড়ে ১২ লক্ষ টাকা মূল্যের চোরাচালানিকৃত ঔষধ জব্দ করেছে।

 

হিলি আইসিপি বিওপির নায়েক সোবেদার ইব্রাহিম হোসেন জানান, হিলি-খাট্টাউছনা সড়কে ছোট ডাঙ্গাপাড়া গ্রাম নামক স্থানে বিজিবি সদস্যরা ঔষধ গুলি জব্দ করেন। জব্দকৃত ঔষধ গুলির মধ্য রয়েছে সিজেক্স, প্রাকটিন ও ডেসমেথাসিন।