বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

৫ জাল স্ট্যাম্প বিক্রেতার লাইসেন্স যে কারণে বাতিলযোগ্য

মোঃ ওবায়দুর রহমানঃ জাল স্ট্যাম্প বেচাকেনা বন্ধে বার বার সতর্কীকরণ বার্তা পৌঁছার পরও জেলা প্রশাসকের নির্দেশ সরাসরি অমান্য করায় এই ৫ (পাঁচ) জাল স্ট্যাম্প বিক্রেতার লাইসেন্স বাতিলযোগ্য।

নথিপত্রদৃষ্টে দেখা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা এই জাল স্ট্যাম্প বেচাকেনা বন্ধে কার্যকর পদক্ষেপ স্বরুপ ভেন্ডারদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে গত ২২/১২/২০১২ তারিখে রুদ্ধদ্বার বৈঠকে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হামিদুল হক হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, তোমাদের অনেকের বিরুদ্ধেই জাল স্ট্যাম্প বেচাকেনার অভিযোগ আছে। তারপরও তোমাদের পরিবারের কথা চিন্তা করে সাবধান করে দেয়া হলো, আর কোন জাল স্ট্যাম্প বেচাকেনা হলে কোনভাবেই ছাড় দেয়া হবেনা বরং কঠোর শাস্তির আওতায় আনা হবে।

চোর শোনে না ধর্মের কাহিনী। এই জালিয়াত ভেন্ডারগণ অধিক লাভ এবং কাচাঁ টাকার মোহে বেচাকেনা বন্ধ করতে না পারায় পুনরায় ১০/০১/২০১৩ তারিখে সদর উপজেলা নির্বাহী অফিসার মত বিনিময় সভার আয়োজন করেন। উক্ত মত বিনিময় সভায় সকল স্ট্যাম্প এর মাঝে ট্রেজারী অফিস এবং ভেন্ডারদের মাঝে স্বাক্ষরসহ নিজ নিজ সীল ব্যবহার করার অনুমতি প্রদান করা হয়। পরবর্তীতে কিছুদিন পরিস্থিতি অবলোকন করে ভেন্ডাররা ট্রেজারী অফিসের সীল তৈরি করে এবং তা ব্যবহার করে জাল স্ট্যাম্প বেচাকেনা করা হয়। কিছুদিন পর তা আরো খোলামেলা হয়ে সীল ব্যবহার ছাড়াই চলে পুরোদমে জাল স্ট্যাম্প বেচাকেনা।

তথ্য অনুসন্ধানে দেখা যায়, জেলা প্রশাসক মহোদয়ের গত ০৫/০৪/২০১৩ তারিখের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভেন্ডারদের মাঝে বিশেষ আঠালো স্ট্যাম্প বিক্রয় বন্ধ করে দেন। তদুপরি ভেন্ডাররা এই নির্দেশকে অমান্য করে জাল স্ট্যাম্প বিক্রি করতে থাকেন। উক্ত বিজ্ঞপ্তিতে দিনাজপুরের সকল ব্যাংক কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের ট্রেজারী অফিস থেকে চালানের মাধ্যমে ক্রয় করার নির্দেশনা প্রদান করলেও সেই নির্দেশকে ভ্রুক্ষেপ না করে তারা ভেন্ডারদের কাছ থেকেই জাল স্ট্যাম্প ক্রয় করতে থাকেন। এতে সরকার রাজস্ব বঞ্চিত হয় কোটি কোটি টাকা। জেলা প্রশাসক মহোদয় দ্রুতগতিতে এই ভেন্ডারদের লাইসেন্স বাতিল না করলে জাল স্ট্যাম্প বেচাকেনা আরো খোলামেলা হয়ে পড়বে যা জাতির জন্য অশনিসংকেত। দ্রুতগতিতে দুর্ণীতিবাজ জাল স্ট্যাম্প বিক্রেতাদের আইনের আওতায় এনে সাজা দেওয়াও জরুরী হয়ে পড়েছে। শীগগিরই এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেখা যাবে কোন রাঘব বোয়ালের টেলিফোনে স্বয়ং জেলা প্রশাসক তাদের সাময়িক স্থগিতকৃত লাইসেন্স এক সময় পুনরায় চালু করতে বাধ্য হবেন।

পর্যালোচনায় দেখা যায়, উক্ত পাঁচ স্ট্যাম্প ভেন্ডার জেলা প্রশাসনের সমস্ত নির্দেশ অবহেলার সাথে অমান্য করে আসছেন। এ কারণে তাদের লাইসেন্স বাতিলযোগ্য।

 

 

বার্তা প্রেরক

মোঃ ওবায়দুর রহমান

মোবাঃ ০১৭৮৬৮২১১১১

Spread the love