শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বোদা উপজেলা যুব মহিলালীগের সভাপতি পাপড়ি ও সম্পাদক আইরিন নির্বাচিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ॥ পঞ্চগড়ের বোদা উপজেলা যুব মহিলালীগের সভাপতি গুলশান আরা পাপড়ি ও সাধারণ সম্পাদক মোনালিসা আকতার আইরিন নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধায় বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ। এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার যুবমহিলালীগের নেতাকর্মীরা সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love