
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৫ ও ২৬ সেপ্টেম্বর’ ২০২৩ দিনাজপুর সেণ্ট যোসেফস্ স্কুলে” মর্মে সংস্কৃতি, চেতনায় প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে ২ দিন দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি, সেণ্ট যোসেফস্ কনভেন্টের সুপেরিও সিস্টার হেলেন গোমেজ।
অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর সংগীত, কবিতা আবৃত্তি, বিতর্ক, নৃত্য, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতায় ৪১ টি গ্রুপে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিষয়বস্তু সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করেন সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোমা রানী সাহা।