বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

৬ দফাই হচ্ছে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং স্বাধীনতার রূপরেখা

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি এবং বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ রুহুল আমিন বলেছেন র্চ্চার অভাবে ঐতিহাসিক ৬ দফার প্রকৃত ইতিহাস সম্বন্ধে আমাদের প্রজন্ম এখনও জানে না। ৬ দফা, ১১ দফা এবং পরবর্তীতে ১ দফা স্বাধীনতার বীজ বপন ছিল ৬ দফা আন্দোলনের ফসল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফার চিন্তা ধারাই ছিল বাঙ্গালীর অনৈতিক মুক্তি। ৬ দফা না হলে আমাদের স্বাধীনতা হতো না। ৬ দফাই হচ্ছে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং স্বাধীনতার রূপরেখা।

শনিবার বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত দিনাজপুর জেনারেল হাসপাতাল সভা কক্ষে ঐতিহাসিক ৬ দফা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ডাঃ আহাদ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ^াস্, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বঙ্গন্ধু পরিষদের উপদেষ্টা মোঃ আলতাফুজ্জামান মিতা, সাচিকের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম খান। ঐতিহাসিক ৬ দফার তাৎপর্য তুলে আলোচনা করেন ডাঃ মশিউর রহমান, শিক্ষা অফিসার মঞ্জুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সদস্য মোঃ সালাউদ্দিন, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম শহিদুল্লা, নূর সাবা বেগম, মোঃ জাকির হোসেন, মোঃ মোজাম্মেল হক, মোঃ ইসমাইল হোসেন ও সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল করিম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ্্।

Spread the love