সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টির লাল পতাকার মিছিল ও সমাবেশ

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ৩০ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় সারা দেশ ব্যাপীর অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার আয়োজনে “রুখো আমেরিকা রুখো বিএনপি-জামায়াত” -এই শ্লোগানকে সামনে রেখে মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থি শক্তির ষড়যন্ত্র রুখে দিন, মুক্তিযুদ্ধ-স্বাধীনতা ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখুন। এবং সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিন। লাল পতাকা নিয়ে বাহাদুর বাজার কার্যালয় হতে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি কমরেড সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান, সম্পাদক মন্ডলির সদস্য বরিউল আউয়াল খোকা, যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম মুকুল, ছাত্র মৈত্রী জেলা শাখার সভাপতি বিপ্লব চন্দ্র রায়, নারী মুক্তি সংসদের জেলা নেত্রী মারুফা বেগম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা শাখার সদস্য শাহানুর সেলিম। বক্তারা বলেন, চাল, ডাল, তেল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অবিলম্ভে কমাতে হবে। বাজার সিন্ডিকেট ভাংতে হবে। গ্রাম শহরে পুর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। আমেরিকার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। স্বাধীনতার শত্রুরা হুশিয়ার সাবধান।

Spread the love