
প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে গতকাল জিয়া পরিষদ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলসহ অন্যান্য সংগঠন এই দিবসটি বাহাদুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে ৭ই নভেম্বর সিপাহি জনতার ঐতিহাসিক এ বিপব দেশের তৎকালিন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে, দেশ ও জাতিকে নতুন পরিচয় দিযেছিল।
এ বিষয়ে উপস্তিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভায় বক্তব্য প্রদান করেন – দিনাজপুর জেলা শাখার জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক কৃষিবিদ খায়রুল ইসলাম, সদস্য সচিব মোঃ আনোয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধঅ দলের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গলিয়া, মুক্তিযোদ্ধা আনোয়ারুল চৌধুরী, জিয়া পরিষদ সদর শাখার সভাপতি মাজেদুর রহমান চৌধুরী, দিনাজপুর জেলা শাখার যুবদলের ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ, মহিলা দলের শাহিন সুলতানা বিউটি, জিয়া পরিষদ সদর শাখার রেজাউল করিম মুকুল, দিনাজপুর জেলা শাখার মহিলা দলের হাসমাতুন নাহার শুভ্রা, জাহেদা আক্তার জুলি প্রমুখ।
বার্তা প্রেরক
মোঃ আনোয়ারুল ইসলাম
সদস্য সচিব
জিয়া পরিষদ
মোবা : ০১৭১৮৭৭১৭৪৫