
রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর একটি ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একজনের বয়স ছয় ও আরেকজনের সাত বছর। সম্পর্কে ওই দুই শিশু আপন চাচাতো ভাই।
দুই শিশু মিলনাপাড়া এলাকার জামিল ও মান্না মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকেলে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মিলনপাড়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় পড়ে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেখানকার ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব মোর্শেদ জানান, বিকেলে দুই ভাই বাড়ির পাশে খেলছিল। এ সময় পাশের একটি ডোবায় পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের ডোবার পানিতে ভাসতে দেখেন। সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।