
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার ২য় চেয়ারম্যানকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং ৬নং-রনগাঁও ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বিকাল ৪টায় বাসদেবপুর মাঠে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ। উদ্বোধনী খেলায় সেতাবগঞ্জ স্পোর্টিং ক্লাব ৫-১ গোলের ব্যবধানে বেলাল ফুটবল একাডেমি বীরগঞ্জকে পরাজিত করেছে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক যথাক্রমে আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম আজাদ সরকার, দপ্তর সম্পাদক মোস্তাকিম বিল্লাহ জুয়েল, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মিরাজুল ইসলাম সহ এলাকার ক্রীড়ামোদি ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, নৌপরিবহন মন্ত্রণালয়ের মানণীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং বোচাগঞ্জের হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য গত বছর থেকে বোচাগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু করেছে।