
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ১৮ সেপ্টেম্বর সোমবার বালুবাড়ী দিনাজপুর আইন কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সাবেক আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট আজিজুল ইসলাম (জুগলু) সাহেবের মৃত্যুতে দিনাজপুর আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে মরহুমের বিগত কর্মকান্ডের উপর এবং তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাডঃ রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ তহিদুল হক সরকার। সাধারন সম্পাদক আবু নাঈম মোঃ হাবিবুল্লাহ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ একরামুল আমিন, আইন কলেজের সাবেক অধ্যক্ষ এ্যাডঃ আবু তালেব ও মরহুমের বড় পুত্র। বক্তারা বলেন, দিনাজপুর আইন কলেজের প্রতিষ্ঠার জন্য মরহুম আজিজুল ইসলাম জুগলু’র যথেষ্ট ভুমিকা ছিলো। তিনি শুধু একজন আইনজীবই ছিলেন না তিনি একজন ভালো সংগঠকও ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলখানা জামে মসজিদ সংলগ্ন জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা’র মুহতামিম মাওঃ সোহরাব হোসেন ও বালুবাড়ী আইন কলেজ সংলগ্ন জামে মসজিদের খতিব মাওঃ সোলায়মান।