
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুরের ঐতিহাসিক এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন ঢাকাস্থ জার্মানীর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইয়ান ইয়ানো ভ্স্কি। তাকে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও নির্বাহী কমিটরি সদস্য বিশিষ্ট ডায়াবিটিস চিকিৎসক ডাঃ ডিসি রায় ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় তার সাথে জার্মানীর জোশেফ শু, দি হাঙ্গার প্রজেন্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার ও ঢাকাস্থ জার্মান দূতাভাসের কর্মকর্তা শারনিলা করিব, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, কান্তজীউ জাদুঘরের তত্ত্বাবধায়ক সিহাব ইসলাম ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক আবু রায়হান সিদ্দিক। জার্মান রাষ্ট্রদূত ইয়ান ইয়ানো ভ্স্কি বলেন, বাংলাদেশে টেরাকোটার এত সুন্দর মন্দির রয়েছে তা আমি পেপার পত্রিকায় পড়েছিলাম মাত্র। আজ বাস্তবে তা দেখার ভাগ্য হলো। বাংলাদেশে কান্তজীউ মন্দির সারাবেশ্বর পর্যটকদের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে বলে আমার বিশ্বাস। শেষে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ মন্দির, জাদুঘর ও রেস্ট হাউজ পরিদর্শন করতে গিয়ে বলেন, কান্তজীউ মন্দির রাজদেবোত্তর এস্টেটের আওতায় সুন্দরভাবে পর্যটনকেন্দ্র হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। এছাড়া ধর্মীয় যেসব অনুষ্ঠান রয়েছে তা যথাযথ নিয়মে পালিত হচ্ছে। এব্যাপারে স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপাল ও রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসক শাকিল আহমেদ সার্বক্ষনিক তদারকি করছেন। সে সময় রাজ দেবোত্তর এস্টেটের নির্বাহী সদস্য ডাঃ ডিসি রায় রাষ্ট্রদূতকে বৈদিক পদ্ধতিতে উত্তরিও পড়িয়ে এবং একটি বাধাই করা কান্তজীউ মন্দিরের ছবি উপহার হিসেবে প্রদান করেন।