সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে কম খরচে হার্টের রক্ত নালীতে রিং (স্ট্রেন্ট) প্রতিস্থাপন কর্মশালা

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ আগামী ১ অক্টোবর ২০২৩ রবিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের উন্নত প্রযুক্তির সহায়তায় অপেক্ষাকৃত কম খরচে হার্টের রক্তনালীর ব্লক অপসারণ (রক্তনালীতে রিং প্রতিস্থাপন) সংক্রান্ত একটি উচ্চতর কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাতীয় সংসদের হুইপ ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ইকবালুর রহিম এমপি’র দিকনির্দেশনায় এবং হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালায় আইভাস প্রযুক্তি ব্যবহার করে হার্টে রিং প্রতিস্থাপন করবেন ঢাকাস্থ জাতীয় হৃদরোগ হাসপাতাল এর পরিচালক ও স্বনামধন্য ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক মীর জামাল উদ্দীন।
এই কর্মশালায় সেবা গ্রহণে ইচ্ছুক হৃদরোগীদের (যাদের হার্টের রিং প্রতিস্থাপন প্রয়োজন) ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর সহযোগি অধ্যাপক ডাঃ মোঃ শাহরিয়ার কবীর এর হাসপাতাল অফিস কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এব্যাপারে ক্যাথল্যাব টেকনিশিয়ান মিঃ রেজা-এর সাথে বিশেষ প্রয়োজনে মোবাইল-০১৭২৩৩৪১৭৬৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Spread the love