বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে ৮ মাদকসেবীর কারাদণ্ড

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে ৮ মাদকসেবীকে প্রত্যকে এক মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার চুড়িপট্টি এলাকায় থেকে তাদের আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লায়লা ইয়াসমিন এ দন্ড প্রদান করেন। এ সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া ও তদন্ত ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বের পুলিশের একটি টিম। আটককৃত আসামিরা হলেন, পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুরের শিপন মন্ডল (৩৮), আনারুল মন্ডল (৪০), মোহাম্মদ আলম (৩৭), মাঠপাড়া এলাকার বিপ্লব হোসেন (২৭), দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার আবদুল করিম খান (৪৮), রংপুরের বদরগঞ্জ থানার আজিজুর রহমান (৪২), নীলফামারী জেলার সৈয়দপুর থানার শহিদুল ইসলাম (২৮) এবং পার্শ্ববর্তী জয়পুরহাট সদর থানা এলাকার আবুল হোসেন (৪৬)। হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন জানান, সোমবার দুপুরে উপজেলার চুড়িপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদেরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যহৃত থাকবে।

Spread the love