
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “নাটক হউক মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়ার কন্ঠস্বর”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান বৈকালী নাট্যগোষ্ঠীর ৫০ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে গতকাল রাতে মঞ্চস্থ হলো কাশী কুমার দাস ঝন্টু রচিত ও পরিচালিত দুর্নীতি বিরোধী নাটক “মিস্টার রোবট”।
নাটকে অভিনয় করেন রাশেদ চরিত্রে মোঃ জাকির হোসেন, শফিক চরিত্রে শামীম রাজা, গাফফার মিয়ার চরিত্রে মোঃ আকবর আলী, রোবট এর চরিত্রে নাট্যকার কাশী কুমার দাস ঝন্টু, লটকা চরিত্রে সৈয়দ আহম্মেদ, ঝটকা চরিত্রে মোঃ সাইফুল ইসলাম, ঘটক চরিত্রে মোঃ কফিল উদ্দিন, প্রথম মুক্তিযোদ্ধা আবুল কালাম, দ্বিতীয় মুক্তিযোদ্ধা মোঃ রেজু, তৃতীয় মুক্তিযোদ্ধা চরিত্রে মোঃ মুরাদুজ্জামান মুরাদ, নারী চরিত্রে গিন্নি-শিখা ঘোষ ও ফুলজান চরিত্রে মোছাঃ শিরিন বেগম এবং নতুন প্রজন্মের শিশু শিল্পী অন্তর দাস। নাটকের আবহ সংগীতে ছিলেন নজরুল ইসলাম নাজু। মঞ্চ পরিকল্পনায় ছিলেন মোঃ জাকির হোসেন, স্মারকে সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন আহমেদ, সাজসজ্জায় হারুন-উর-রশিদ, লাইটিং এ মোঃ তাহের। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ আহম্মেদ। সার্বিক দায়িত্ব পালন করেন সহ-সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু। যুগোপযোগী নাটক “মিস্টার রোবট” দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে শিশু শিল্পী অন্তরের অভিনয় দর্শকদের ভালো লেগেছে। আমাদের বিশ্বাস আগামীতে বৈকালী আরও উন্নত-মানসম্মত নাটক দর্শকদের উপহার দেবে।