
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ। র্যালীতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাথী দাস প্রমুখ। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে সুচনা বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক মোঃ মোখলেছুর রহমান ও সনাক জেলা কমিটির সভাপতি মোঃ হাবিবুল ইসলাম। জেলা প্রশাসনের সহকারী কমিশনার দিপংকর বর্মন এর সঞ্চালনায় “ইন্টারনেটে তথ্য পেলে, জনগণের শান্তি মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মোঃ শরিফ, জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সনাক’র আব্দুল জলিল, টিআইবি’র আবু হান্নান প্রমুখ। অপরদিকে বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুর পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, ডিডিএলজি মোঃ মোখলেছুর রহমান, এডিসি (জেনারেল) দেবাশীষ চৌধুরী। জেলা প্রশাসনের সহকারী কমিশনার এম. এ কাদেরের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর জেলা টুরিস্ট পুলিশের পরিদর্শক মোঃ আবু রায়হান, দিনাজপুর পর্যটন মটেলের প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।