শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে রক্ষা এবং বিকশিত করতে আরো সংগ্রাম করতে হবে।

শহীদ জেহাদ দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

স্বৈরাচার বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করে বলেন, শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে লালন করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে।

 

খালেদা জিয়া বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক শাসন বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম শহীদ নাজির উদ্দিন জেহাদ। শহীদ জেহাদ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই ওই বছরই সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।’

 

বিএনপি নেত্রী বলেন, ‘গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার আরাধ্য স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার ত্যাগ অস্বীকৃত হবে।’

 

অপর এক বাণীতে শহীদ জেহাদ দিবস উপলক্ষে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসেনানী শহীদ নাজির উদ্দিন জেহাদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তার অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

তিনি বলেন, ‘শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অমর নাম। শহীদ জেহাদ নিজেকে উৎসর্গ করেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মানের লক্ষ্যে। তার এই মহিমান্বিত আত্মদানের ফলেই স্বৈরশাহী এরশাদের পতন হয়েছিল। নব্বইয়ের স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তার অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি।’

 

বর্তমান সরকার গণতান্ত্রিক সকল অর্জনকে নস্যাৎ করে দিয়েছে মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এই নিষ্ঠুর দুঃশাসনের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রামে উদ্বুদ্ধ করবে শহীদ জেহাদের আত্মদান।’

 

তিনি বলেন, ‘যে স্বপ্ন ও আকাঙ্খা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সকল স্তরে গণতান্ত্রিক ব্যবস্থা পুনপ্রতিষ্ঠা করাই হবে আমাদের আজকের সংগ্রামের মূল লক্ষ্য। আর তাতেই শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মা শান্তি পাবে।’

 

এদিকে শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বিএনপির নেতৃবৃন্দ। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দলটি।

 

Spread the love