শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অতীত কবর দিয়ে সত্যিকার গণতন্ত্রের অভিযাত্রা শুরু করতে হবে’

Earshedপ্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অতীতকে কবর দিয়ে এখন সবাই মিলে মিশে সত্যিকার গণতন্ত্রের অভিযাত্রা শুরু করতে হবে। তিনি বলেন, তার দল ছায়া সরকার হিসাবে কাজ করছে। যারা জাপাকে কটাক্ষ করছেন তারা প্রকান্তরে গণতন্ত্রকে কটাক্ষ করছেন বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে দেশের জনগণ আপনার কাছে স্বচ্ছতা, শান্তি, গণতন্ত্র চায়। সন্ত্রাস নৈরাজ্য টেন্ডারবাজী বন্ধ হোক এটা জাতি চায়। তিনি আরো বলেন, এটা নিশ্চিত করা হলে বঙ্গবন্ধুর মতো জাতি তার কন্যাকেও চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতীয় পার্টি নেতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে না। জাপা সংসদে গঠনমূলক কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং করে যাবে বলে জানিয়ে এবারের বাজেট সম্পর্কে তিনি বলেন, সহায়ক পরিবেশ নিশ্চিত করলে এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি বলেন, রাজনীতির নামে নৈরাজ্য চলতে দেয়া যায়না। জাতীয় পার্টি এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার অনুপস্থিতিতে তার দলের পক্ষে সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Spread the love