শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অনলাইন নীতিমালা নিয়ে ষড়যন্ত্র!

bonpa‘অনলাইন পত্রিকার লাইসেন্স ফি ৫ লাখ টাকা’ শিরোনামে বাংলানিউজ, নতুনবার্তা, বার্তা২৪ ডটকমডটবিডিসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ভিত্তিহীন সংবাদ প্রচারিত হওয়ায় অনলাইন নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফা জব্বার ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (বনপা) সভাপতি শামসুল আলম স্বপন তীব্র প্রতিবাদ জানিয়েছেন। যৌথভাবে এক প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন কোন দায়িত্বশীল সংবাদপত্র ও নিউজ পোর্টাল এমন ভুঁয়া, বিভ্রান্তিকর, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করতে পারে না।
বাংলাদেশ কম্পিউটার  সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, আমরা গত ১৮ ফেব্রুয়ারী অনলাইন লাইন নীতিমালা কমিটির চুড়ান্ত বৈঠক করি। ওই সভায় বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন প্রস্তাব করেন অনলাইন নিউজ পোর্টাল রেজিষ্ট্রেশন নিতে নাম মাত্র ফি (টোকেন মানি) ধার্য করা হোক। তার প্রস্তাবই কমিটি অনুমোদন করে। অনলাইন নীতিমালা তৈরীর কাজ প্রায় চুড়ান্ত। কিন্তু একটি মহল নীতিমালা নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে পোর্টাল মালিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ওই রিপোর্টে আমার নাম ব্যবহার করা হলেও আমার সাথে কোন সাংবাদিক কথা বলেনি। তিনি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানান ।

Spread the love