বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অনেকেই বিএনপি ত্যাগের প্রস্তুতি নিচ্ছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শমসের মবিন চৌধুরী নয়, আরো অনেকেই বিএনপি থেকে পদত্যাগের প্রস্তুতি গ্রহণ করেছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকলীগ আয়োজিত ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপির সন্ত্রাসী-নাশকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অনেক নেতাই তাদের মানসিকতার পরিবর্তন করে অচিরেই দল ত্যাগ করবেন।’

তিনি বলেন, ‘বিএনপিতে এখন ভাঙনের সুর বাঁজছে। তারা যত বেশি জনতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তত ক্ষতির সম্মুখিন হবে। তারা ভেঙে খান খান হয়ে যাবে।’

সরকারের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে উল্লেখ করে হানিফ বলেন, ‘এই ষড়যন্ত্র অতীতে যেমন ছিল, এখনো আছে। এর লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটানো।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘বাংলার ঘষেটি বেগম’ সম্বোধন করে হানিফ বলেন, লন্ডনে বসে তিনি ছেলেকে নিয়ে ষড়যন্ত্র করছেন।’

খালেদাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আপনার পাশে বাংলার জনগণ নেই। তাই জনগণের ওপর আস্থা হারিয়ে এখন বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরছেন। লবিস্ট নিয়োগ করছেন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে বিদেশি প্রভু দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চাচ্ছেন। এতে কোনো লাভ হবে না।’

আগামী দিনে সরকারবিরোধী সব ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নস্যাৎ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ

 

Spread the love