শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধ হরতালে বোদার ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী ও কৃষকরা নিঃস্ব হতে চলেছে

মোঃ নুরেহাবিব সোহেল,বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ দফায় দফায় অবরোধ হরতালে বোদার ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী ও কৃষকরা নিঃস্ব হতে চলেছে। বাজারে লোক সমাগম কম হওয়ার কারনে বেচাবিক্রি নেই বললেই চলে, পরিবারের খরচ চালাতে হচ্ছে পুঁজি ভেঙ্গে । তাতে করে মহাজনের পাওনা বেড়ে যাওয়া সহ দেনার বোঝা বৃদ্ধি হচ্ছে। কৃষকের ঘরে নবান্নের আনন্দ থাকলেও কৃষি নির্ভর এই জনপদের মানুষের মাঝেও বিরাজ করছে দেশের গোলযোগ পূর্ন রাজনীতির সংঘাতময় অবস্থার শংকা। রাজনৈতিক অস্থিরতায় পড়ে কৃষকরাও ভুগছে নানা অর্থনৈতিক জটিলতায়। এই অস্থিরতার কারণে কৃষি পণ্যের বাজারে ধস নেমেছে তেমনি ভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের সাথে সার কীটনাশক সহ ধান ও গম বীজের। বাজারে সার বস্তাপ্রতি ২০/৩০ টাকা বেশী দরে বিক্রি হচ্ছে। কৃষকদের আশঙ্কা এভাবে অবরোধ হরতাল চলতে থাকলে সার ডিজেল সহ নানা জিনিসের তীব্র সংকট দেখা দিবে। বাজারে নতুন উঠা আমন ধানের দাম কিছুটা বাড়লেও রাজনৈতিক কর্মসূচীর কারণে তা আবার নিম্ন মুখী।

Spread the love