মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবিলম্বে প্রবীনদের সিনিয়র সিটিজেন হিসেবে স্বীকৃতি প্রদান করা দরকার-দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী

Bohobrihyদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী বলেছেন, রাস্ট্রের উচিৎ অবিলম্বে প্রবীনদের সিনিয়র সিটিজেন হিসেবে স্বীকৃতি প্রদান করার দরকার। প্রবীনদের সমস্যা রাস্ট্র বা আইন দিয়ে সমাধান করা সম্ভব নয়। এর জন্য চাই পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করা। আমাদের নতুন প্রজন্মকে পারিবারিক বন্ধনের শিক্ষায় শিক্ষিত করতে হবে পরিবার থেকেই।  পারিবারিক সংস্কৃতির মাধ্যমে আত্ম কেন্দ্রীক প্রেম ভালবাসা সৃষ্টি করতে পারলে প্রবীনদের সমাজে অবহেলিত হতে হবে না।

‘‘এখনই সময় প্রবীনদের জন্য সহায়ক পরিবেশ সৃস্টি করা’’ এই শ্লোগানকে সামনে রেখে গত শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বহুব্রীহির বাস্তবায়নে হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ইউরোপিয়ান কমিশনের আর্থিক সহযোগিতায় প্রমোটিং দ্যা রাইটস অব ওল্ডার পিপল এন্ড ইনফ্লুয়েন্সিং পলিসি থ্রু কালচারাল ক্যাম্পেইনিং এন্ড মিডিয়া ওয়ার্ক প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তবে একথাগুলো বলেন। প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুরের সভাপতি মোঃ মোকাদ্দাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচি, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন বহুব্রীহির নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন। প্রকল্প বিষয় নিয়ে আলোচনা করেন জেলা প্রকল্প সমন্বয়কারী মলয় কুমার সরকার। মুক্ত আলোচনা করেন দেবেল কুমার সরকার, সাংবাদিক মোর্শেদুর রহমান, সালাহ উদ্দীন আহমেদ, ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, মোঃ মোজাফফর হোসেন চৌধুরী, মোঃ আইয়ুব আলী সরকার, মোঃ ইয়াকুব আলী, ফরিদুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, এসইউপিকের নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন ও উম্মে নাহার। সঞ্চালকের দায়িত্ব পালণ করেন মোঃ আফিদুজ্জামান।

 

Spread the love