মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অরবিন্দ শিশু হাসপাতালে ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Arobindo Haspatalদিনাজপুর প্রতিনিধি : গতকাল দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ অরবিন্দ হাসপাতাল মিলনায়তনে অরবিন্দ শিশু হাসপাতালের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক বিমল কুমার দেব। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কমিটির কোষাধ্যক্ষ জহির শাহ্। সভায় শোক প্রস্তাব পাঠ করেন শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ আতাউর রহমান চৌধুরী। গত বছরে সাধারণ সভার সিদ্ধান্তবলী পাঠ করেন যুগ্ম সম্পাদক শফিকুল হক ছুটু। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি এ্যাড. সরদার মোশাররফ হোসেন, এ্যাড. রফিকুল ইসলাম ভুটু ও অজয় কুমার চ্যাটার্জী। সঞ্চলকের দায়িত্ব পালন করেন হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা আবু সালেহ কবীর। বক্তারা বলেন দিনাজপুরবাসীর সহযোগিতায় অরবিন্দ শিশু হাসপাতাল আজ পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত হতে চলেছে। অবহেলিত সুবিধা বঞ্চিত অসহায় মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে হাসপাতালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম করার ফলে এই জনপদের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণাঙ্গ একটি শিশু হাসপাতাল গড়া তা আজ পূরণ হতে চলছে। আমরা চাই দিনাজপুরবাসীর সহযোগিতা পেলে আগামীতে অরবিন্দ শিশু হাসপাতাল সাড়া দেশের মধ্যে একটি মডেল শিশু হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। প্রতিবেদন দুটির উপর আলোচনা করেন ডাঃ সফিকুর রহমান তরুন, রোটাঃ রণজিৎ কুমার সিংহ, আনোয়ার হোসেন, ডাঃ লুৎফর রহমান। উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে প্রতিবেদন দুটির অনুমোদন পায়।

Spread the love