শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নির্বাচিত উন্নয়নের ধারা অব্যাহত থাকবে- খালিদ মাহমুদ চৌধুরী এমপি

Khalid MPদিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ৫ জানুয়ারী নির্বাচনে না গিয়ে বিএনপির তাদের ভুল বুঝতে পেরেছে এ কারনে তারা বর্তমান আওয়ামীলীগ সরকারের অধীনেই উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। ৫ জানুয়ারী নির্বাচন না হলে বাংলাদেশে অস্থিতিশীল দেশে পরিণত হত কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে ৫ জানুয়ারী নির্বাচন সম্পন্ন হয়েছে। দেশের মানুষ স্বত্বি ফিরে পেয়েছে। বর্তমান সরকার আগামী ৫ বছর পূর্ণ মেয়াদ পুরন করেই দেশের মানুষের কল্যানে কাজ করে যাবে। তিনি আগামী ২৩ মার্চ বোচাগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু (দোয়াত কলম) প্রতিক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মহুরি ( টিয়া) প্রতিক ও মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায় (হাঁস) প্রতিক বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান। ২০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক নির্বাচনী পথসভার তিনি একথা বলেন।  উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান বেগম শামসুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, সহসভাপতি পরেশ চন্দ্র সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক নুরে আলম কায়ছার, বিশিষ্ট শ্রমিক নেতা মহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতারা।

Spread the love