শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগ-জাপার গভীর প্রেমে টানাপোড়েন শুরু হয়েছে’

Rijviবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ও তাদের মহাজোটের অংশীদার জাতীয় পার্টির (জাপা) মধ্যে ‘গভীর প্রেমে টানাপোড়েন’ শুরু হয়েছে। শনিবার একটি পত্রিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের একটি লেখা প্রকাশিত হয়। সে লেখা উদ্ধৃত করে তিনি বলেন, এরশাদ এক সুবিশাল অভিমানমূলক অভিযোগনামা জাতির সামনে পেশ করেছে। গোটা অভিযোগনামাটি পড়লে মনে হয়, শাসক দল আওয়ামী লীগ ও তাদের মহাজোটের অংশীদার জাতীয় পার্টির মধ্যে গভীর প্রেমে টানাপোড়েন চলছে। ভুল বোঝাবুঝির ক্ষুব্ধ বহিঃপ্রকাশ ঘটেছে এরশাদের এ অভিযোগনামায়। এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর কাছে কণ্ঠরুদ্ধ অভিমানে ফেটে পড়েছেন। তার দাবি, নির্লজ্জ ভণ্ডের যে কোনো রুচি, বিবেক, ব্যক্তিত্ব, নৈতিকতা এবং ন্যূনতম কমিটমেন্ট থাকে না, সেটি এই লেখায় এরশাদ নিজেকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। এরশাদকে ‘মোনাফেক’ বলে মন্তব্য করেন তিনি। আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

Spread the love