বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজ ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া

khaআজ সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে যাচ্ছেন। গাজায় ইজরায়েলি হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানাতে তিনি সেখানে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগেও বিএনপি নেত্রী এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন। এবার তিনি ফিলিস্তিন দূতাবাসে গিয়ে দেশটির জনগণকে সমবেদনা জানাবেন।
আজ সোমবার বিকাল ৪টার দিকে তিনি ফিলিস্তিন দূতাবাসে যেতে পারেন। সেখানে তিনি গাজায় ইজরাইলি হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে মানবিক সাহায্যও প্রদান করবেন। রবিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল এবিনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পক্ষান্তরে ইসরাইলি আগ্রাসনের ২০তম দিন শেষে ফিলিস্তিনি অঞ্চলটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত এক হাজার ৬০ জনে। ইসরাইলের উপর্যুপরি বোমা হামলা ও মর্টারের গোলা থেকে গাজাবাসীর কেউই রেহাই পাচ্ছে না। নিহতের অধিকাংশই বেসামরিক নাগরিক।

Spread the love