শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ দিনাজপুরের বিরল, পার্বতীপুর হাকিমপুরে উপজেলা নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি : আজ ৩১মার্চ সোমবার দিনাজপুর জেলার ৩টি উপজেলা বিরল, পার্বতীপুর ও হাকিমপুরে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদের

পঞ্চম দফা নির্বাচনে এই তিন উপজেলায় ৩৬ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩টি উপজেলার ১৭৯টি কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ এবং ৬৫টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিরল উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও পার্বতীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং হাকিমপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে ৩টি উপজেলার ১৭৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Spread the love