শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বীরগঞ্জ হানাদার মুক্ত দিবস

বীরগঞ্জ(দিনাPicture-06-12-13.Birganj, Mukta Diboshজপুর) প্রতিনিধিঃ আজ ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। মুক্তির উল্লাসে মেতেছে বীরগঞ্জ। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে দিয়ে বীরগঞ্জকে মুক্ত করে। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা মুক্ত বাতাসে উড়িয়ে দেয় স্বাধীনতার স্বপ্নে বিভোর বাঙ্গালী ।

মুক্তিযুদ্ধ কালিন ৬নং সেক্টর এর ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অব:) এম মাসুদুর রহমান বীর প্রতিক ও এফ এফ কমান্ডার  একেএম মাহবুব উল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী যৌথভাবে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে। যুদ্ধে ভাঁতগাও ব্রীজ ও সুজালপুর ইউনিয়নের মদনপুরে সস্মুখ যুদ্ধে অনেক মুক্তি যোদ্ধা শহীদ হন। স্বাধীনতা যুদ্ধে বীরগঞ্জে প্রথম শহীদ মহসীন আলীকে সমাধিস্থ করা বর্তমান ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের সামনে। মুক্ত দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা সকালে স্বাধীনতা যুদ্ধে বীরগঞ্জে প্রথম শহীদের সমাধিতে পুস্পার্ঘ অপন করেন। বিকেলে সংস্থার সভাপতি মোঃ মীর কাশেম লালুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বীরগঞ্জ এরিয়া পরিচালক সাংবাদিক মোঃ আইয়ুবুল ইসলাম মিন্টু, সাংবাদিক মোঃ আব্দুল ওয়ারেছ, সাংবাদিক নীল রতন সাহা নিপু, সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোঃ মোস্তফা কামাল, প্রভাষক শামীম আকতার সজিব, মেহেদি হাসান সজল, মোস্তাফিজুর রহমান পাভেল, আহসান হাবীব, বীরগঞ্জ পাবলিক লাইব্রেরীর সভাপতি প্রভাষক দেবাংশু দাশ রানা, সাধারণ সম্পাদক প্রভাষক লতিফুর রহমান প্রমুখ।

স্বাধীনতার দীর্ঘ ৩৭ বছর পর ২০০৮ সালে প্রথম এই দিনটিকে বীরগঞ্জ পাবলিক লাইব্রেরি  আনুষ্ঠানিক ভাবে উদযাপন করে।

Spread the love