মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন জয়

1461763_10152371236602516_416924141_nসাব্বির হোসেন অনিক (স্টাফ রিপোর্টার) ঃ
সাম্প্র্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে
নানা প্রশ্নের জবাব দিতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ও
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা  সজীব
ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম জানান, ‘আজ বিকাল ৩টায়
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে এই “মিট দ্য প্রেস”
অনুষ্ঠান হবে।’

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের
একের পর এক হরতাল, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও সংঘর্ষে
প্রাণহানির ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় পুরো দেশবাসী। এ পরিস্থিতি ফের টানা ৭২
ঘণ্টা হরতালের ঘোষণা দেয়ার পর বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ
নেতা গ্রেফতার হলে আবারো হরতালের মেয়াদ বাড়িয়ে দেয় বিএনপি।

এর প্রতিক্রিয়ায় গত রবিবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে জয় লেখেন, ‘সরকার
বেশ কিছু বিএনপি নেতাকে আটক করেছে। সামনের সপ্তাহের হরতালে বোমা হামলা ও
অগ্নিসংযোগ সংগঠিত করার সুনির্দিষ্ট প্রমাণ আছে বলেই তাদের গ্রেফতার করা
হয়েছে।’

তার দুদিন আগে সিলেটে আওয়ামী লীগের এক সভায় হরতাল প্রত্যাহার করে বিরোধী
দলকে আলোচনায় আসার আহ্বান জানান জয়। নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম,
খুলনা ও ময়মনসিং এলাকা সফর করলেও হরতালের কারণে রাজশাহী সফর বাতিল করেন
তিনি।

Spread the love