বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে জাতীয় যুব দিবসের বর্নাঢ্য র‌্যালী আটোয়ারীতে জাতীয় যুব দিবস পালিত

রীনা চৌধূরী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যুব দিবসের উপর গুরুতারোপ করে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও এডিএম মোহাম্মদ গোলাম আজম। Atwari Pic 3

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী, স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন, আটোয়ারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার, ক্রেডিট সুপারভাইজার মোঃ মতিউর রহমান, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ মাইনউদ্দীন ও সফল ঋণী ধীরেশ চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত প্রকল্পধারী ১৫ জনের মাঝে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার ঋণের চেক ও ২৫ জনের মাঝে সনদ ২৫ বিতরন করা হয়।

Spread the love