শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার (১০অক্টোবর) রাত প্রায় ৯ টার দিকে উপজেলার বড়দাপ সরকারপাড়া গ্রামে আকষ্মিকভাবে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে ফারুক, মমত্মাজ, এমত্মাজ, আনছার, ধজিবুল, সিরাজুল, পশিরুল সহ প্রায় ০৭টি পরিবারের ধান, চাল, পাট, গম, মরিচ, ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকা সহ সর্বস্ব আগুনে ভূষ্মিভুত হয়। এছাড়া ইউসুফ সরকার, রহিম উদ্দিন, গলি, সেলিম, রফিজুল, সইফুল, আনোয়ার, মোবারক ও রফিকুলসহ প্রায় ১২ পরিবারের লোকজন অগ্নিকান্ডের কবল হতে রক্ষার্থে তাদের বাড়ি-ঘর ভাংচুর করে ঘরের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে ওই সকল পরিবারের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় বলে পরিবার সুত্র জানা যায়। অগ্নিকান্ডের সময় ক্ষতিগ্রস্থদের মালামাল চুরি ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে সুত্র জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুকের রান্নাঘর হতে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে এবং দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। বিলম্বে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে ক্ষতিগ্রস্থ পরিবারের সহযোগিতা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী বরাবরের মতো উপেক্ষিত হওয়ায় অগ্নিকান্ডে প্রতি বছর শত শত বাড়িঘর সহ কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হচ্ছে। সর্বশামত্ম হচ্ছে অনেক পরিবার।

Spread the love