শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে মৎস্য সমবায় সমিতির জেলেদের মাঝে মাছ ধরার জাল বিতরন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : শাহীনুর ইসলাম শাহীন, পঞ্চগড়ের আটোয়ারীতে ২০১৪/২০১৫ আর্থিক সালে অর্থনৈতিক পশ্চাৎপদ এলাকার জনগনের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিত করন প্রকল্পের আওতায় মাছ ধরার জাল বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম এর সভাপত্তিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং উপজেলার ৬ টি মৎস্য সমবায় সমিতির সভাপতিদের হাতে ৩০০ ফিট মাছ ধরার জাল তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান আব্দার, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী ও মীরা রানী। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড্যাঃ আনিছুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ মৎস্য সমবায় সমিতির জেলেদের মাঝে জাল বিতরনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। উপজেলা কৃষি অধিদপ্তরের বিএস শামসুল আলম বাবুল এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ আয়শা আক্তার।

Spread the love