বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ০৯ উভয় পক্ষের থানায় মামলা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ০৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, গত রবিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জগেন্দ্রনাথ এর পুত্র সুনিল এর বাড়ির সামনে সুনিল তার লোকজন নিয়ে রাসত্মা নির্মাণ এর কাজ শুরু করলে মোলানী গ্রামের বিজয় লাল এর পুত্র নিখিল রাসত্মার কাজ নির্মাণে বাধা প্রদান করে। এক পর্যায়ে সংর্ঘষ সৃষ্টি হলে দু’পক্ষের মধ্যে ০৯ জন আহত হয়। আহতদের তাৎক্ষনিক ভাবে আটোয়ারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- সুনিল পক্ষের জগেন্দ্র নাথ এর পুত্র সুনিল (৩৫), সুসিল (৪০), ভবেশ এর পুত্র সুদিপ (২০), লালু এর পুত্র সিপুল (১৮), প্রফুল­ চন্দ্র এর পুত্র রিপন (২০) এবং নিখিল পক্ষের বিজয় লাল এর পুত্র নিখিল (৪০), সুধির চন্দ্র (৪২), সুধির চন্দ্র এর পুত্র ভুজেন (২৫), সুধির চন্দ্র এর স্ত্রী নইলতা (৪০) গুরুত্বর আহত হন। রাতে উভয় পক্ষের দু’টি মামলার অভিযোগ করা হয় তবে এখন পর্যমত্ম কোন মামলা রুজু করা হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম এর সাথে কথা বললে তিনি জানান, দু’পক্ষের অভিযোগ পাইছি কিন্তু মামলা রুজু করা হয়নি। তারা আপোষ মিমাংসা করার সময় নিছে আপোষ না হলে মামলা রুজু করা হবে। উলে­খ্য যে, এই রাসত্মাকে কেন্দ্র করে কিছুদিন আগে একাধিকবার ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা শালিস দরবার করে মিমাংসা করে আসছিল। এক পর্যায়ে সিদ্ধামত্ম হয় রাসত্মাটি এক পার্শ্ব থেকে সংস্কারের কাজ করার। এর মধ্যে সুনিল গায়ের জোরে তার বাড়ির সামনে তার লোকজন নিয়ে রাসত্মার কাজ শুরু করে। এতে বিচারক গন সহ স্থানীয় লোকজন সুনিলের এমন কাজের নিন্দা জ্ঞাপন করেন।

Spread the love