শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আনন্দ মুখর পরিবেশে ব্যতিক্রম শোভযাত্রার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের পাঠাগার বই বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত

Schoolকাশী কুমার দাশ, ষ্টাফ রিপোর্টার :  রবিবার চিরিরবন্দর উপজেলার ১১নং তেতুলিয়া ইউনিয়নে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আয়োজিত ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিট এর সহযোগিতায় বৈকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বৈকন্ঠপুর অধিকারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ক্লাষ্টার ভিত্তিক পাঠাগার কার্যক্রম প্রকল্পের আওতায় এক বিদ্যালয় হতে অন্য বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়।

কোমল মতি শিশু শিক্ষার্থীরা বর্ণাঢ্য মহিষ গাড়ী সাজিয়ে ব্যান্ড বাজিয়ে লাল নীল কাগজের পতাকায় ফুলের পাপড়ি বর্ষনের মাধ্যমে বৈকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বৈকন্ঠপুর অধিকারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় গিয়ে পাঠাগার ভিত্তিক বই বিনিময় করে।  এসময় দুই স্কুলের প্রধান শিক্ষক লক্ষীরাণী ও আতাউর রহমান, দুই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সালাম, আব্দুল গনি সরকার, প্ল্যান ইন্টারন্যাশনাল দিনাজপুর এর  প্রোগ্রাম সমন্বয়কারী (কোয়ালিটি প্রাইমারী এডুকেশন) হামিদুন নেছা, জেএসকেএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ সাজ্জাদ হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মোঃ আব্দুস সালাম, মোঃ জাহাঙ্গীর আলম, টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, মোঃ মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত বর্ণাঢ্য শোভযাত্রায় দেখার জন্য গ্রামের শত শত মানুষ রাস্তার দুই ধারে ভীড় জমায় এবং শোভাযাত্রাটি উপভোগ করে।

Spread the love