শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আপিল করতে পারবেন সাকিব

06 Shakibবাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) ষষ্ঠ সভায় দেওয়া শাস্তির বিরুদ্ধে বোডের্র কাছে আপিল করতে পারবেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস কোচের সঙ্গে খারাপ আচরণের পর সাকিব অনুতপ্ত হয়েছেন ও দুঃখ প্রকাশ করেছেন। নিজের ভুল বোর্ড সভাপতির কাছে স্বীকার করেছেন। কিন্তু তাতেও লাভ হয়নি। বোর্ড সভায় অন্য পরিচালকরা সাকিবের পক্ষে বোর্ড সভাপতিকে থাকতে দেন নি। কয়েকজন পরিচালক চেয়েছিলেন সাকিবকে দু’বছরের জন্যে নিষিদ্ধ করা হোক।  সাকিব আমাদের রোল মডেল। তার আচরণগত সমস্যা এতই মারাত্মক যে এর আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন কাউকে এর আগে পাইনি। তারচেয়ে বেশি বিপজ্জনক কিছু কিছু (খেলোয়াড়) তার মতো করা শুরু করেছেন। এটা আমাদের ক্রিকেটের জন্য সর্বনাশ ডেকে নিয়ে এসেছে। এমনটি ছিল বোর্ড সভাপতির বক্তব্য। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আপিল করার অধিকার সাকিবের রয়েছে। সাকিব চাইলে বোডের্র কাছে আপিল করতে পারবে। তবে তার শাস্তি কতটুকু কমানো হবে সেটা বোডের্র ব্যাপার।

 

Spread the love