শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও হারলো টাইগাররা।তবে লড়াই করে

Cশুক্রবার বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।১২০ রান করে আরো একটি শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় বাংলাদেশ। ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৩ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। শুক্রবার বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা। ১ম ওভারে শামসুর রহমানকে ফিরিয়ে দেন দিলশান। ২য় ওভারেও মেন্ডিসের বলে কুলাসেকারার হাতে ধরা পড়েন তামিম ইকবাল। ৪র্থ ওভারে সেনানায়েকের বলে কুলাসেকারা আবারও ক্যাচ ধরে বিদায় জানান অরাউন্ডার সাকিব আল হাসানকে।
এভাবে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েন স্বাগতিকরা। এরপর নাসিরের বিদায় এবং মাহমুদুল্লাহর রান আউটে স্বাগতিক শিবিরে অন্ধকার নেমে আসে। শেষদিকে মাশরাফি ১৭ রান করলেও এরপর আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি লঙ্কার বোলারদের সামনে।

Spread the love