বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার অগণতান্ত্রিক এবং আওয়ামী লীগ পূর্বেও অগণতান্ত্রিক সরকারকে স্বাগত জানিয়েছে- দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘তারাই বলে ওয়ান ইলেভেন তাদের আন্দোলনেরই ফসল। আওয়ামী লীগ স্বৈরাচার সরকারকেও পছন্দ করে। কিন্তু বিএনপিএগুলো পছন্দ করে না। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আজ শনিবার ‘৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ স্মরণসভার আয়োজন করে।

৫ জানুয়ারির সাধারণ নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘এটা ছিল আসন ভাগাভাগির নির্বাচন। এর মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এখন যেভাবে দেশ চলছে, তা গণতান্ত্রিক না। আমরা ক্ষমতা চাই না, জনগণের ক্ষমতা চাই।’

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বেগম জিয়া আমাদের অনুরোধেই লন্ডনে ঈদ ও চিকিৎসা নিচ্ছেন। প্রতি বছরই তিনি আমাদের সঙ্গে ঈদ করেন। তিনি আমাদের অনুরোধ রেখেছেন।’

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও পরিষদের সাধারণ সম্পাদক চামেলী মাহমুদ।

 

Spread the love