মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল-কায়েদার বার্তা প্রচারের কথা স্বীকার করলেন রাসেল

Al Kaidaআল-কায়দা নেতা আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বার্তাটিা ইন্টারনেটে প্রচারের কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত রাসেল বিন সাত্তার খান।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের মাঝিপাড়া এলাকা থেকে ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা ৩ টায় সাংবাদিক সম্মেলন শেষে সে প্রচার করার কথা স্বীকার করে। আল-জাওয়াহিরির কথিত ভিডিও বার্তা ইন্টারনেটে প্রকাশের মূলে রয়েছেন রাসেল এমনটিই র‌্যাব দাবি করেছে । ইসলামী ছাত্রশিবিরের ফেসবুক পেজ বাঁশের কেল্লাসহ বেশ কয়েকটি উগ্রবাদী পেজের একজন এডমিন তিনি।
ইন্টারনেটে প্রচারিত বাংলাদেশ : ম্যাসাকার বিহাইন্ড এ ওয়াল অব সাইলেন্স শীর্ষক ২৯ মিনিটের একটি ভিডিও বার্তা সম্প্রতি নজরে আসে। ভিডিও বার্তাটি জিহাদোলজি ডটনেট নামের একটি ওয়েবসাইটে রয়েছে। ভিডিও বার্তায় দেখা যায়, আরবিতে আল-কায়েদার প্রধান জাওয়াহিরি বক্তব্য দিচ্ছেন। আর নেপথ্যে তার স্থিরচিত্র। পর্দার নিচে ভেসে উঠছে বক্তব্যের ইংরেজি অনুবাদ।

বিটিআরসির কর্মকর্তারা জানান, ভিডিও বার্তাটি যুক্তরাষ্ট্রের এরিজোনা থেকে পরিচালিত জিহাদোলজি ডটকম নামের ওয়েবসাইটে প্রথম প্রকাশ করা হয়।

Spread the love