শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশ্বাস দিয়ে ফিরে গেলেন মমতা

তিস্তা ও সীমান্ত বিষয়ে আশ্বাস দিয়ে ২১ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ফিরে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জী।

৩ দিনে ঢাকা সফর শেষে তিনি  শনিবার রাত পৌনে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়ে যান।

বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি যাবার বেলায় জীবনানন্দ দাশের কবিতা উদ্ধৃত করে বলেছেন, ‘আবার আসিব ফিরে’। এসময় তিনি তার এ সফরকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে হাজার দুয়ার খোলা হিসেবে আখ্যায়িত করেছে তিনি

প্রসঙ্গত গত বৃহস্পতিবার ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন রাতে ৮টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার ইন্ডিয়ার ২৩০ নং ফ্লাইটে অবতরণ করেন। এ সময় বিমান বন্দরে তাকে স্বাগত জানন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্ক

Spread the love