শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আসক এর পরিচালক মোঃ নুর খান(লিটন)এর অপহরনের চেষ্টার বিরুদ্ধে এইচ আর ডি এফ দিনাজপুর কমিটির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

কাফী কুমার দাশ, ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র(আসক) দীর্ঘ কাল যাবত মানবাধিকার লঙ্ঘন জনিত কর্মকান্ড যেমন,গুম,বিনা বিচারে খুন,অপহরন,সংখ্যালঘুদের উপর নির্য্যাতন, আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য কর্তৃক নির্য্যাতনের ঘটনার তথ্য অনুসন্ধান ও তথ্য প্রকাশে বিশেষ ভুমিকা পালন করে আসছে।বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনার তথ্য উদঘাটনে আসক এর পরিচালক নুর খান (লিটন)মূল ভুমিকা পালন করে যাচ্ছেন। যারা খুন,গুম,হত্যা,অপহরনের মত মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনায়  লিপ্ত তারা কিছু দিন যাবত নুর খান লিটনকে ধারাবাহিক ভাবে হুমকি প্রদান করায় নুর খান লিটন থানায় সাধারন ডায়েরীও করেন। গত ইং ১৫/৫/১৪তারিখ নুর খান লিটন আসক কার্য্যালয় হতে কাজ শেষে রিক্সাযোগে বাড়ী ফেরার পথে তাকে আসক কার্য্যালয়ের সন্নিকটে পথরোধ করে, অপহরনের চেষ্টা কালে নুর খান লিটন দৌড়ে আসক কার্য্যালয়ে প্রবেশ করে নিজেকে রক্ষা করেন। দেশের শীর্ষ স্থানীয় একজন মানবাধিকার কর্মী নুর খান লিটনকে অপহরনের চেষ্টায় হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম দিনাজপুর জেলা শাখা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম,দিনাজপুর জেলা কমিটি অবিলম্বে নুর খান লিটনের অপহর চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানাচ্ছে। একই সাথে সরকারের কাছে আহবান জানাচ্ছে দেশের প্রত্যেক নাগরিকের ও মানবাধিকার কর্মীদের নিরাপত্তা বিধানে সরকার আরোও সচেতন হবেন।

Spread the love