শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আস্থা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত মতবিনিময় সভা

হুমায়ুন কবীর ॥ বতর্মান পরিস্থিতিতে গ্রাম-শহর সব এলাকার সব মানুষের স্বাস্থ্য বিধি মেনে চলার কোনো বিকল্প নেই। চলমান বৈশ্বিক মহামারী করোনার ছোবল আমাদের সেই শিক্ষাই দিয়ে যাচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য সম্মত সেনিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা করা এখন সময়ের দাবি। এ জন্য আস্থা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিশেষভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ অবহেলিত নারী সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্ম-দক্ষতা বৃদ্ধি, সঞ্চয়ের মনোভাব তৈরি ও জীবনমান উন্নয়নের ব্যবস্থা করা। সেই সাথে নারী-পুরুষের সমতার মাধ্যমে গ্রামীণ জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করাও এই সংস্থার অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের সহযোগি হয়ে কাজ করছে আস্থা। এতে সমাজের সর্বস্তরের সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
১৪ ও ১৫ সেপ্টেম্বর ফুলবাড়ী ও বিরামপুর উপজেলার দু’টি পৃথক স্থানে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। আস্থা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে দু’টি উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান (মিল্টন)। এদিকে বিরামপুর উপজেলা পরিষদ ভবনের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম। উভয় সভায় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান নাহিদ পারভীন মুক্তি, নির্বাহী পরিচালক ফারজানা রহমান, আন্তর্জাতিক উপদেষ্টা মোঃ শাহাদাত খান, কোষাধ্যক্ষ জার্জিনা রহিম, চীফ কো-অর্ডিনেটর মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। সভায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Spread the love