শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে যুদ্ধরত সাবেক ব্রিটিশ সেনা নিহত

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পক্ষে লড়াইয়ের সময় সাবেক এক ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ইউক্রেনের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা নিহত ওই ব্রিটিশ সেনাকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে অভিহিত করেছেন।

চলতি বছরের মার্চে ব্রিটিশ বাহিনী ছেড়ে ইউক্রেন সফরে যান জর্ডান গ্যাটলি। দেশটির পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেৎস্কে লড়াইয়ে নিহত হয়েছেন তিনি। গত কয়েক দিন ধরে শহরটিতে মারাত্মক লড়াই চলছে।

ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, ‘ইউক্রেনে নিহত ব্রিটিশ নাগরিকের পরিবারকে সহায়তা করা হচ্ছে।’

জর্ডান গ্যাটলির বাবা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তার ছেলে স্থানীয় বাহিনীর প্রশিক্ষণে সহায়তা করছিলেন। তিনি আরও জানান, শহরটি রক্ষার লড়াইয়ে সম্মুখ যুদ্ধে প্রাণঘাতী গুলিবিদ্ধ হন জর্ডান আর শুক্রবার তাদের তার মৃত্যুর খবর জানানো হয়। ‘সতর্ক বিবেচনার পর’ জর্ডান গ্যাটলি ইউক্রেনে গিয়েছিলেন বলেও জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলাক জর্ডান সম্পর্কে বলেন, ‘নিজের বিশ্বাস রক্ষায় লড়াই করতে এত দূর আসতে সত্যিকার সাহস প্রয়োজন।’

সূত্র-বিবিসি

Spread the love