শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলোতে নারীর অংশগ্রহন নিশ্চিত করার দাবি

দিনাজপুর প্রতিনিধি : গতকাল বুধবার ব­াস্ট দিনাজপুর ইউনিট কার্যালয় হলরুমে ব­াস্ট দিনাজপুর ইউনিট আয়োজিত মানবকল্যান পরিষদ (এমকেপি)’র সহযোগিতায় ‘‘ ইফেকটিভ পারিটিসিপেশন ফর ট্রান্সপারেশন এন্ড একাউন্টটেবল লোকাল গর্ভনেন্স’’প্রকল্পের আয়তায় এনজিও, সি এসও এবং মিডিয়ার সাথে ফৈাকাস গ্রুপ ডিসকাশন এফজিডি অনুষ্ঠিত হয়।

ব­াস্ট দিনাজপুর ইউনিটের সমন্বয়কারী এ্যাডঃ সিরাজুম মুনিরা’র সভাপতিত্বে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে সুশীল সমাজের, এনজিও প্রতিনিধিদেরও মিডিয়ার  ভুমিকা নিয়ে আলোচনা করেন ঢাকা ব­াষ্ট কেন্দ্রীয় কার্যালয় হতে আগত ইপিটিএএলজি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এমদাদুল ইসলাম। গ্রুপ ডিসকাশন করতে গিয়ে সুশিল সমাজের পক্ষে সুলতানা কামাল বাচ্চু, মোঃ সফিকুল ইসলাম, এনজিওদের পক্ষে কানিজ ফাতেমা বেগম, লিলিমা রায়, শামসুন নাহার এবং মিডিয়ার পক্ষে এমদাদুল হক মিলন, মোঃ রিয়াজুল ইসলামসহ উপস্থিত নেতৃবৃ্ন্দ বলেন, ব­াস্ট দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে আইনী সহায়তা প্রদান করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি গুলোতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়ন বৃদ্ধির পাশপাশী  আরবিটেশন কাউন্সিল এবং সরকারী লিগ্যাল এইড সমন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। সভা পরিচালনা করেন স্ট্যাফ ল’ইয়ার এ্যাড. রাবেয়া ফেরদৌস।

Spread the love