মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম প্রশিক্ষন একাডেমীর উদ্দ্যোগে দিনাজপুরে ইসলামিক ফাউন্ডেশন দিবস পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় ও ইমাম প্রশিক্ষন একাডেমীর যৌথ উদ্দ্যোগে পালিত হলো নানা কর্মসূচীর মধ্য দিয়ে ইমলামিক ফাউন্ডেশনের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মিলাত ও দোয়া মাহফিল।

ইমাম প্রশিক্ষন একাডেমীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কে.বি.এম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুদ্দীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যলয়ের উপ-পরিচালক মোঃ রাজিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষন একাডেমীর সহকারী পরিচালক মোঃ শামীম সিদ্দিক। কুরআন তোলয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মোঃ হোসেন আহমেদ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ধর্মীয় প্রশিক্ষক মাওঃ সাব্বির আহমেদ। আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুদ্দিন আক্তার বলেন, ইসলামের প্রচার ও প্রসারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণা উৎস। তাঁর নীতি ও আর্দশ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আর্দশবাদী নেতৃত্ব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক ফাউন্ডেশনকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচীর মাধ্যমে ইসলামের কর্মকান্ড কে গতিশীল করে যাচ্ছেন। আলোচনা সভার পূর্বে ইসলামিক ফাউন্ডেশনের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Spread the love